প্রশ্ন:- এহরাম অবস্থায় সুগন্ধিযুক্ত খাবার খাওয়া যাবে কিনা? যেমন:-পোলাও বিরিয়ানি ইত্যাদি

উত্তর:- এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নিষেধ। সুগন্ধিযুক্ত খাবার খাওয়া নিষেধ নয়। 

সুতরাং প্রশ্নেবর্ণিত সুগন্ধিযুক্ত খাবার তথা পোলাও বিরিয়ানি ইত্যাদি খাওয়া যাবে। এতে কোন অসুবিধা নেই। 

-ফাতওয়ায়ে আলমগিরী ১/৩০৫,ইবনে আবিদীন ৩/৬৫৬,ফাতওয়ায়ে রহিমিয়া ৮/১০৮

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *