উত্তর :- কবিরা গুনাহকারী ব্যক্তি ফাসেকের অন্তর্ভূক্ত। আর ফাসেকের সাক্ষ্য শরয়ীভাবে সাধারণত গ্রহণযোগ্য হয় না। তবে হ্যা, যদি এবিষয়ে অন্য কাউকে সাক্ষী হিসেবে না পাওয়া যায় আর কাজির কাছে তার সাক্ষ্যের ব্যাপারে সততার শত ভাগ নিশ্চয়তা থাকে। তাহলে অপারগ অবস্থায় তার সাক্ষ্য গ্রহণেরও অবকাশ রয়েছে।
রদ্দুল মুহতার- ৫/৪৮১। ফাতাওয়ায়ে আলমগিরী – ৩/৪৬৬। ফাতাওয়ায়ে সিরাজিয়্যাহ- পৃ. ৫০০। ফাতাওয়ায়ে মাহমুদিয়া – ২২/৫৭৪। আহসানুল ফাতাওয়া – ৭/২২৩।
Leave Your Comments