প্রশ্ন: কসম/আইন কত প্রকার? এবং ঐ গুলোর মধ্যে পার্থক্য কি?

উত্তর: কসম তিন প্রকার-

১. গুমুস, ২. লাগব, ৩. মুনআকিদাহ।

এগুলোর মাঝে পার্থক্য:

গুমুস: বলা হয় যাতে অতীত/বর্তমানে কোন জিনিষ হওয়া বা না হওয়ার ব্যাপারে মিথ্যা শপথ করা এবং তাতে শুধু তাওবা-ইসতেগফার আবশ্যক হবে।

লাগব: বলা হয় যাতে অতীত বা বর্তমান কোন জিনিষকে নিজের ধারণা অনুযায়ী মনে করে শপথ করা। অথচ বাস্তবে তার উল্টা।

মুনআকিদাহ:  বলা হয়, যাতে ভবিষ্যতে কোন জিনিষ করা বা না করার উপর শপথ করা। এবং এ শপথ ভঙ্গ করলে তার উপর কাফ্ফারা আসবে।

-আদ্দুররুল মুখতার-৫/৪৯২.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *