উত্তর: রাষ্ট্রের যে কোন বৈধ কাজে চাকুরিতে অংশগ্রহণের বৈধতা রয়েছে। বিচারক হিসাবে দায়িত্ব পালন বৈধ একটি বৈধ কাজ।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে কাফের বাদশা যদি ন্যায় বিচার থেকে বাধা না দেয় তাহলে তার পক্ষ থেকে বিচারকের জিম্মাদারী নেয়া জায়েয হবে। তবে যদি অন্যায় রায় দিতে বাধ্য হওয়ার আশংকা থাকে তাহলে এমন আসনে অধিষ্ঠিত না হওয়াই উত্তম।
-হিদায়া ৩/১৩৩, আদ্দুররুল মুখতার আলা রদ্দিল মুহতার ৫/৩৬৮, আলফিকহুল হানাফি ফি সাওবিল জাদীদ ৩/১৩১
–
উত্তর প্রদানে-মুফতী মুহা.শামছুদ্দোহা আশরাফী ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী-রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,খতীব-সাইন্সল্যাবরটেরী কেন্দ্রীয় জামে মসজদি ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments