প্রশ্ন: কাফেরদের কাছ থেকে সুদ নেয়ার হুকুম কি?

উত্তর: কুরআন ও হাদীসের আলোকে সুদ হারাম। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে কাফেরদের কাছ থেকে সুদ নেয়া জায়েয হবে না।

 

রদ্দুল মুহতার ৫-১৮৬, আদ্দুররুল মুখতার ৫-১৮৬, ফাতাওয়ায়ে হিন্দিয়া ৩-১১৮, ফাতাওয়ায়ে তাতারখানিয়া ৬-২১০

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *