প্রশ্ন:- কুরবানির পশুর চামড়ার টাকা দিয়ে মাদরাসার শিক্ষকের বেতন দেয়া যাবে কি না?

উত্তর :- কুরবানির পশুর চামড়ার টাকা কেবল গরিব-মিসকিনদের হক। তাই এই টাকা কেবল তাদের মাঝেই ব্যয় করতে হবে।

 

আদ দুররুল মুখতার – ৬/৩৩৮; ফাতাওয়া হিন্দিয়া – ৫/৩৪৭; এমদাদুল ফাতাওয়া – ৩/৫৩৪; ফাতাওয়া মাহমুদিয়া- ১৭/৪৬৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *