উত্তর :- কুরবানির পশুর অঙ্গ-প্রত্যঙ্গ চাইলে নিজে ভক্ষণ করতে পারবে বা অন্য কাউকে দিতে পারবে। তবে কোনভাবেই তা বিক্রি করতে পারবে না।
যদি বিক্রি করেও ফেলে তাহলে তার মূল্য গরীব-মিসকিনদের সদকা করে দিতে হবে।
আল ফিকহুল হানাফি – ৩/৬২৯; ফাতাওয়া হিন্দিয়া – ৫/৩৪৮; আহসানুল ফাতাওয়া – ৭/৪৮৬।
Leave Your Comments