উত্তর শরীয়তের মূল নীতি অনুযায়ী ওয়াক্ফ সহীহ হওয়ার জন্য ওয়াকফকৃত জিনিস নিজের মালিকানা হওয়া আবশ্যক। সুতরাং প্রশ্নে বর্ণিত কোন পণ্য যেহেতু নিজের মালিকানাধীন নয় তাই তারা সহীহ হবে না।
রদ্দুল মুহতার ৪১/৩৪০, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু ৮/১৮৪, আল ফিকহুল হানাফী ফি সাউবিহিল জাদীদ ২/৩৬৩
Leave Your Comments