প্রশ্ন: কেউ যদি ফাসেদ বেচা-কেনার দ্বারা জমি সংগ্রহ করে, সেই জমিতে কি শোফার দাবী করা যাবে?

উত্তর: শোফার দাবি সহীহ হওয়ার  জন্য বিক্রিত বস্তু সম্পূর্ণভাবে মালিকের মালিকানা থেকে বের হওয়া জরুরী। আর এটা সহীহভাবে ক্রয়-বিক্রয়ের মাধ্যম হয়। ফাসেদ ক্রয়-বিক্রয়ের মাধ্যমে হয় না।

সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে  ক্রয়-বিক্রয় ফাসেদ হওয়ায় উক্ত জমি মালিকের মালিকানা থেকে সম্পূর্ণভাবে বের হয়নি বিধায় তাতে শুফার দাবি করা সহীহ হবে না।

-ফাতাওয়া শামী-৬/২২৮, ফাতাওয়া হিন্দিয়া-৫/১৮৯.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *