উত্তর: শরীয়তের মূলনীতি অনুযায়ী নামাযের বিধান অস্বীকার করা কুফরী আর অমান্য করা গোমরাহী।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যদি এ কথা বলার দ্বারা নামায অস্বীকার করা উদ্দেশ্য না হয় তাহলে ঈমান নষ্ট হবে না, কিন্তু গুনাহ হবে। তবে যদি অস্বীকার করার উদ্দেশ্যে বলে থাকে তাহলে ঈমান চলে যাবে।
ফাতাওয়ায়ে বাজ্জাজিয়্যাহ ৩/১৯০, মাজমাউল আনহার ২/৫০৮, আলফিকহুল ইসলামি ওয়াআদিল্লাতুহু ১/৫৬৪
Leave Your Comments