প্রশ্ন: কোন ইমাম সাহেব জেহরী নামাযের ২য় রাকাতে সূরা ফাতেহার প্রথম তিন আয়াত আস্তে আস্তে পড়ার পর স্বরণ হলে চতুর্থ আয়াত থেকে জোরে জোরে পড়তে শুরু করলেন। উক্ত নামাযে সাহু সেজদা করতে হবে কি না?

উত্তর: জেহরী নামাযে কেরাত উচ্চস্বরে পড়া আর সিররী নামাযে আস্তে পড়া ওয়াজিব। বিপরীত হলে সাজদায়ে সাহু ওয়াজিব। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যেহেতু ইমাম সাহেব জেহরী নামাযে তিন আয়াত পরিমাণ নিম্নস্বরে পড়েছেন, তাই তার উপর সাজদায়ে সাহু ওয়াজিব হবে।

আলমুসান্নাফ লিইবনে আবি শাইবা ৩/২৪৫, আল হিদায়া ১/১৫৮, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ২/২৫৬

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *