উত্তর :- ইসলামে কোরবানি সহীহ হওয়ার জন্য পশুকে ত্রুটিমুক্ত থাকা জরুরী। আর লেজ অর্ধেকের বেশী কাটা হওয়া পশুর জন্য দোষ বলে গণ্য হবে। তাই তা দ্বারা কোরবানি করা জায়েয হবে না।
আদ দুররুল মুহতার – ৬/৩২৩; আল বাহরুর রায়েক – ৮/৩২৩; ফাতাওয়া কাজিখান – ৩/২৪৮; ফাতাওয়া তাতার খানিয়া – ১৭/৪২৯; ফাতাওয়া রহিমিয়া – ১০/৪৮।
Leave Your Comments