উত্তর:- শরীয়তের মূলনীতি হলো কোন বস্তু বা পশুকে গায়রুল্লাহর নামে ছেড়ে দেয়া বা মান্নত করা হারাম।
সুতরাং, যদি কোন ব্যক্তি কোন পশুকে গায়রুল্লাহর নামে ছেড়ে দেয় আর যবেহ করার সময় আল্লাহর নামে যবেহ করে তাহলেও উক্ত পশুর গোশত হারাম বলেই গণ্য হবে।
আদ দুররুল মুখতার – ৬/৩০৯। মাজমাউল আনহার ৪/১৫৫। আদ দুররুল মুখতার – ২/৪৩৯। কিফায়াতুল মুফতি – ১/২৩।
Leave Your Comments