প্রশ্ন:- কোন ব্যক্তি কারো পক্ষ হতে পণ্য ক্রয়ের জন্য বাজারে গিয়ে মালামাল ক্রয় করলো । দোকানদার তার দোকান হতে পণ্য ক্রয়ের কারণে কিছু কমিশন গ্রহণ করা হালাল হবে কি?

উত্তর:- ব্যবসাকে ব্যাপক ও তার  বিক্রি উর্দ্ধমূখী করার জন্য বিক্রেতার পক্ষ থেকে প্রদত্ত ছাড় ও কমিশন বৈধ।

 

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতেও পূর্বশর্ত না থাকরে এবং মূল ক্রেতা পক্ষ ক্ষতিগ্রস্ত না হলে বিক্রেতার পক্ষ থেকে প্রদত্ত কমিশন গ্রহণ করতে কোন সমস্যা নেই।

 

রদ্দুল মুহতার- ৫/৩৬২ ও ৬/৬৩। ফাতাওয়ায়ে তাতারখানিয়া-= ১৫/১৩৫। কিতাবুল ফাতাওয়া- ৩/১৪২।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *