প্রশ্ন: কোন ব্যক্তি কোন জিনিষের উপর মোরাবাহার চুক্তি করল আর ঐ জিনিষটা তার নিকট প্রথম থেকেই আছে, ব্যাংকের নিকট ঋণ গ্রহণের জন্য গেলে ব্যাংক তার থেকে ঐ জিনিষটা নগদে কম মূল্যে ক্রয় করে পুনরায় ঐ জিনিষটা অধিক মূল্যে তার নিকটই বিক্রি করে দিল। জানার বিষয় হলো; এ পদ্ধতিটা কি সহিহ হল?

উত্তর: শরয়ী দৃষ্টিতে একই বস্তু ভিন্ন চুক্তিতে পরস্পর লেনদেন করা বৈধ।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যেহেতু ব্যাংক ও গ্রাহক উভয়ের সন্তুষ্টিতে পণ্যের একাধিক ক্রয়-বিক্রয় হয়েছে। এবং এর প্রচলনও রয়েছে। তাই উক্ত পদ্ধতিতে লেনদেন করা সহিহ হবে।

 

বাহরুর রায়েক-৫, বাদায়েয়ুস সানায়ে ৭-১৪৪, আলফিকহুল হানাফি ফি সাওবিল জাদীদ ৪-১৯৭

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *