প্রশ্ন: কোন ব্যক্তি তার চাকরকে সায়দাবাদ যাওয়ার জন্য ৩০০ টাকায় একটি C.N.G ভাড়া করার জন্য বলে। কিন্তু চাকর ৩৫০ টাকায় ভাড়া করে। গন্তব্যে যাওয়ার পর “মুয়াক্কিল” (উকিল ‍নিযুক্তকারী) ঘটনা জানতে পারে।এখন কত দিবে? ৩০০ টাকা নাকি ৩৫০ টাকা?

উত্তর: প্রশ্নেবর্ণিত সূরতে “মুয়াক্কিল” গাড়ী ওয়ালাকে ৩৫০ টাকা আদায় করে দিবে। পরবর্তীতে বাড়তি ৫০ টাকা উকিল থেকে নিয়ে নিবে।

– ফাতাওয়া হিন্দিয়া- ৩/৫৫২, বাদায়েউস সানায়ে‘- ৭/৪৪৪, আদ্দুররুল মুখতার৮/২৯৩.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *