প্রশ্ন: কোন ব্যক্তি দোকান থেকে দুধ আনার পরে তা নষ্ট পায়, এতদাসত্ত্বেও তা দ্বারা ছানা তৈরী করে খেয়ে ফেলে। এখণ ঐ ব্যক্তি দোকানদারের কাছ থেকে টাকা ফেরত নিতে পারবে কি?

উত্তর: না, টাকা ফেরত নিতে পারবে না। তবে ছানা তৈরী করার আগে নষ্ট দুধ দোকানদারের কাছে ফেরত দিলে টাকা নিতে পারবে।

-মাজাল্লাতুল আহকাম-মাদ্দাহ-৩৩৭, রদ্দুল মুহতার-৫/২২, ফাতাওয়া তাতারখানিয়া-৯/১৫২.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *