ইসলামী শরীয়াহ অনুযায়ী নাপাক বস্তু দূর করে পবিত্রতা অর্জন করা আবশ্যক। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যদি উক্ত ব্যক্তির অংকিত চিত্রের মিশ্রিত নাপাকি উঠানো বা দূর করা সম্ভব না হয় অথবা কষ্ট সাধ্য হয় তাহলে ভালভাবে ধুয়ে নেয়ার দ্বারা অংকিত চিত্র পাক ধরা হবে। আর যদি কোনভাবে নাপাক দুর করা সম্ভব হয় তাহলে দুর করে পবিত্রতা অর্জন করা আবশ্যক। অন্যথায় অযু-গোসল শুদ্ধ হবে না। রদ্দুল মুহতার ১/৫৯১, আল ফাতাওয়া ১/৪৫, কানযুদ দাকায়েক ১৬০
Leave Your Comments