প্রশ্ন:- কোন ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহুর্তে তার কোন অঙ্গ-প্রত্যঙ্গ অন্য আরেক ব্যক্তিকে দান করে যেতে পারবে কি না?

উত্তর :- সৃষ্টিগতভাবে মানুষকে আল্লাহ তাআলার সম্মানি বানিয়েছিলেন। বিধায় মানুষের প্রতি অসম্মান প্রকাশ হয়। এমন কোন কাজ করা উচিত নয়। কোন জিনিসের অসিয়ত গ্রহণযোগ্য হওয়ার জন্য অসিয়ত কারী ঐ জিনিসের মালিক হওয়া শর্ত।

 

তাই কোন ব্যক্তির জন্য তার কোন অঙ্গ অন্যকে দান করার কোন  সুযোগ নাই।

আবু দাউদ – ২/৮৫৮; ফাতাওয়া হিন্দিয়া – ৫/৪০৯; সিয়ারে কাবির – ১/৯১; ফাতাওয়া রহিমিয়া – ১০/১৬৮।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *