উত্তর: শরয়ী দৃষ্টিতে মৃত ব্যক্তির যিম্মায় যদি কোন ফরয, ওয়াজিব বিধান থেকে যায় এবং সেগুলো আদায়ের/কাফফারার ওসিয়ত করে যায়, তাহলে মৃত ব্যক্তি ত্যাজ্য সম্পত্তির এক তৃতীয়াংশ থেকে সেগুলো আদায় করা ওয়ারিশদের উপর আবশ্যক।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যদি মৃত ব্যক্তি ওয়ারিশদেরকে মান্নত পূর্ণ করার ওসিয়ত করে যায়, তাহলে ওয়ারিশদের জন্য তাঁর সম্পত্তির এক তৃতীয়াংশ থেকে মান্নত পূর্ণ করা জরুরী।
ফাতহুল কাদীর ২-৩৫৯, রদ্দুল মুহতার ৩-৪৮৮, ফাতাওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ১২-১৬৪
Leave Your Comments