উত্তর:- শরয়ী দৃষ্টিতে এমন জিনিষের ক্রয়-বিক্রয় জায়েয আছে যা অন্যেরি নিকট হস্তান্তর করা যায় এবং তাতে তার হক্ব সাব্যস্ত হয়।
সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে শুফআর হক্ব অন্যের নিকট বিক্রি করা জায়েয নেই। কেননা এটা একক হক্ব যা শুধু শুফআর হকদার ব্যক্তির সাথে খাস। শরীয়াতও তাকে অন্যের অনিষ্ট থেকে বাঁচার জন্য এই অধিকার দিয়েছে। তাই তা অন্যের নিকট হস্তান্তর করলেও হবে না।
-আল হিদায়া-৪/৪০৬, রদ্দুল মুহতার-৬/২৪১, ফাতাওয়া তাতারখানিয়া-১৭,৭৬.
Leave Your Comments