প্রশ্ন:- কোন ব্যক্তির এক ছেলে এবং এক মেয়ে আছে, ছেলেটা মাদরাসায় অধ্যায়ন করে, তাই তার খরচ বাবদ ১০০০ টাকা দেয়, আর মেয়েটা স্কুলে অধ্যায়ন করে তাই তার খরচ বাবদ ৫০০ টাকা দেয়। ছেলে-মেয়ের খরছের এই তারতম্যের কারণে ছেলের প্রতি কি কোন অবিচার করা হচ্ছে? এবং মিসাসের ক্ষেত্রে এরুপ করা বৈধ কি না?

উত্তর:- শরয়ী নীতিমালা অনুযায়ী পিতা-মাতার জন্য  সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা দায়িত্ব ও কর্তব্য।

সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে যদি ছেলের ১০০০ টাকায় হয়ে যায়, তাহলে কোন সমস্যা নেই।

-আল ফিকহুল হানাফী-২/২৪০, ফাতাওয়া তাতারখানিয়া-৫/৪১৯.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *