প্রশ্ন:- কোন ব্যক্তির কাছে হজের যাবতীয় ব্যয় বহন করার মত টাকা আছে। কিন্তু তার সবই হারাম। তাহলে কীভাবে হজ আদায় করবে?

উত্তর :- ইসলামে হারাম মাল হিসেবে স্বীকৃত নয়। তাই তার উপর হজ ফরজ নয়। তবে সে হজ করতে চাইলে কোন অমুসলিম হতে ঋণ নিয়ে হজ করতে পারবে। অতপর তার হারাম মাল হতে তার ঋণ পরিশোধ করে দিবে।

 

ফাতাওয়া হিন্দিয়া – ১/২৮৩; হাশিয়ায়ে ইবনে আবেদীন – ২/৪৫৬; ফাতাওয়া রহিমিয়া – ৮/৩৮।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *