উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী কুড়িয়ে পাওয়া সম্পদ আমানত, আর আমানত অনিচ্ছাকৃতভাবে নষ্ট হলে জরিমানা দেওয়া জরুরি নয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে কুড়িয়ে পাওয়া সম্পদ যদি অনিচ্ছাকৃত ভাবে নষ্ট হয়ে যায় তাহলে জরিমানা দিতে হবে না তবে যদি প্রাপকের সীমালঙ্ঘনের কারণে নষ্ট হয় তাহলে জরিমানা দিতে হবে।
হিদায়া ৩/৬১৩, ফাতহুল কাদির ৬/১১১,আল মুহিতুল বোরহানি ৮/২৯৬
Leave Your Comments