উত্তর :- ইসলামের দৃষ্টিতে মৃত মাছ ও শুকানো মাছ খাওয়া বৈধ। কিন্তু যদি বড় মাছের পিত্ত ও অন্য কোন ক্ষতিকর বস্তু থাকে তাহলে স্বাস্থ্যঝুকি থাকায় তা খাওয়া বৈধ নয়।
তাই নাড়ি-ভুড়িসহ শুকানো মাছ খাওয়াতে কোন অসুবিধা নাই। তবে বড় মাছ হলে তা গরম পানিতে ভাল করে ধুয়ে খাবে। যাতে করে স্বাস্থ্যের হানিকর কোন বিষয় তাতে না থাকে।
রদ্দুল মুহতার – ৬/৩০৯; এমদাদুল ফাতাওয়া – ৪/১০৪; এমদাদুল আহকাম – ৪/৩০৯।
Leave Your Comments