প্রশ্ন: কোন মুক্তাদি ইমামের তাকবীরে তাহরীমা বাধার পূর্বে তাকবীরে তাহরীমা বলে হাত বেধে জামাতের সাথে নামায আদায় করে তাহলে ঐ মুসল্লির নামায আদায় হবে কি?

উত্তর: জামাতের সাথে নামায় আদায় সহীহ হওয়ার জন্য শর্ত হলো- নামাযের রুকন সমূহ আদায়ের ক্ষেত্রে ইমামের অনুসরন করা। মুক্তাদি যদি ইমামের পূর্বে কোন রুকন আদায় করে তাহলে তার নামায় ফাসেদ হয়ে যায়।

সুতরাং-প্রশ্নোক্ত সূরতে ইমামের তাকবীরে তাহরীমা বলার পুর্বেই মুক্তাদি তাকবীরে তাহরীমা বলে হাত বেধে নেয় তার নামায ফাসেদ হয়ে গেছে। এই নামায পূনরায় পড়তে হবে।

-রদ্দুল মুহতার-৮/৪৫২, ফাতাওয়া হিন্দিয়া-১/১২৬, আল বাহরুর রায়েক-১/৫০৮.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *