উত্তর: শরয়ী দৃষ্টিতে জিনাকারী পুরুষ বা মহিলা যদি অবিবাহিত হয়, তাহলে প্রত্যেকে একশত করে বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত হয় তাহলে উভয়কে প্রস্তরাঘাতে মেরে ফেলতে হবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে পুরুষ মহিলা উভয়ে যদি ইসলামিক রাষ্ট্রের নাগরিক হয় বা মহিলা জিম্মি হয়, তাহলে উভয়কে শরয়ী নিয়মানুযায়ী শাস্তি দিতে হবে।
ফাতাওয়ায়ে কাজীখান ৩-৩৪৫, রদ্দুল মুহতার ৬-৪১, আলফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদীদ ৩-২৭৭
Leave Your Comments