উত্তর : শরীয়তের সীমারেখা মেইনটেইন করে সাজ সজ্জা করতে কোন সমস্যা নাই। তাই কোন মেয়ে বিউটি পার্লার চালালে সেখানে পর্দা ও শরীয়তের অন্যান্য বিধানের লঙ্ঘন না হলে তার বিউটি পার্লার চালানোতে কোন অসুবিধা নাই।
আল বাহরুর রায়েক – ১/৪৬৯-৪৭০; কিতাবুল ফাতাওয়া – ৩/৫৯।
Leave Your Comments