প্রশ্ন:- কোন হাজি প্রথম ও দ্বিতীয় দিন রমি করলো। কিন্তু কোন কারণ বশত তৃতীয় দিন রোযা রাখতে পারলো না। তাহলে তার হজ আদায় হবে কি ?

উত্তর :- জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখের মধ্যে রমি করা ওয়াজিব। সে হিসেবে তৃতীয় দিনের রমি তার জন্য ওয়াজিব ছিল। যা না করার কারণে তার ‍উপর দম ওয়াজিব।

 

ফাতাওয়া হিন্দিয়া – ১/৩১১; আল বাহরুর রায়েক – ৩/৪১; ফাতাওয়া হাক্কানিয়া – ৪/২৬৪।

 

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *