উত্তর শরয়ী নীতিমালা অনুযায়ী কুরবানী ওয়াজিব হয়েছে এমন ব্যক্তির জন্য কুরবানীর দিন সমূহের মধ্যে পশু জবাই করে কোরবানি করা আবশ্যক। সুতরাং প্রশ্নের বর্ণিত ব্যক্তি কোরবানি না করে কোরবানির টাকা গরীবদের মাঝে দান করলে কুরবানী আদায় হবে না।
ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ৫/৩৩৯, ফাতাওয়ায়ে তাতারখানিয়া ১৭/৪২৩, আপ কে মাসাইল ৫/৪২১
Leave Your Comments