প্রশ্ন:- কোরবানির জন্তুর মত আকিকার জন্তুতে বয়সের বাধ্যবাধকতা আছে কি না?

উত্তর :- শরীয়তের দৃষ্টিতে আকিকার ক্ষেত্রে ঐ পশুই ধর্তব্য যা আকিকার ক্ষেতে ধর্তব্য।

তাই অন্যান্য বিষয়ের মত বয়সের ক্ষেত্রেও আকিকার জন্তুতে কোরবানির পশুর মতই বয়সের ধর্তব্য হবে। অর্থাৎ, ভেড়া-বকরির ক্ষেত্রে সর্বনিম্ন এক বছর আর গরু-মহিষের ক্ষেত্রে দু’বছর আর উটের ক্ষেত্রে পাচ বছর নির্ধারিত।

 

রদ্দুল মুহতার – ৬/৩৩৬; তানকিহুল হামিদী – ২/৩২৮; ফাতাওয়া রশিদিয়া্- পৃ. ৫৫৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *