প্রশ্ন:-কোরবানীর পশু কতটুকু ক্ষতিগ্রস্ত হলে তার দ্বারা কোরবানী করা সহীহ হবেনা?

উত্তর:-শরয়ী দৃষ্টিতে কোরবানীর পশুর এক অঙ্গের এক তৃতীয়াংশের বেশি ক্ষতিগ্রস্ত হলে তার দ্বারা কোরবানী দেওয়া যায় না। 

সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে একতৃতীয়াংশের বেশি ক্ষতিগ্রস্ত হলে তার দ্বারা কোরবানী দেওয়া যাবে না। 

– ফাতওয়ায়ে কাযীখান ৩/২৪১, বাহরুর রায়েক ৮/২২৩,ফাতওয়ায়ে মাহমুদিয়া ৭/৩৭৭

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *