উত্তর:- শরয়ী দৃষ্টিতে মেয়ের মহরের মধ্যে অভিভাবকের হস্তক্ষেপ করার অধিকার আছে। আর পিতা হলো প্রধান অভিভাবক। সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে পিতার জন্য মেয়ের মহরের টাকায় হস্তক্ষেপ করা এবং সেই টাকা দিয়ে মেয়ের জন্য কোন কিছু খরিদ করা সবই বৈধ আছে।
-ফাতাওয়া শামী-৩/১৭৬, ফাতহুল কাদীর-৩/৩৭০, ফাতাওয়া হাক্কানিয়্যাহ-৪/৩৬৪.
Leave Your Comments