প্রশ্ন :- গায়রুল্লাহর নামে মানত করা মিঠাই ভক্ষণ করার হুকুম বর্ণনা কি?

উত্তর:- ইসলামে মহান  আল্লাহ তাআলা ব্যতিত অন্য কারো নামে মানত করা হারাম। তাই অন্যের নামে মানতকৃত বস্তু খাওয়াও হারাম।

 

হাশিয়াতুত তাহতাভি – পৃ. ৬৯৩; ফাতাওয়া দারুল দেওবন্দ – ১৬/৮; মাজমুআতুল ফাতাওয়া – ২/২৪৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *