প্রশ্ন-চতুষ্পদ জন্তুর সাথে সহবাস করলে রোজা ভঙ্গ হবে কিনা? এবং ক্বাজা করতে হবে কিনা?

উত্তর-জ্বি,অবশ্যই চতুষ্পদ জন্তুর সাথে সহবাস করলে রোজা ভঙ্গ হবে এবং পরবর্তীতে এ রোজার ক্বাজা করতে হবে।

ফাতওয়ায়ে আলমগিরিয়া ১/২২৫,আল মুহিতুল বোরহানী ২/৫৫৮, হিদায়া মায়াল ফাতহ ২/৩৪২

উত্তর প্রদানে-মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম ঢাকা,খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *