উত্তর:-ইসলামি শরিয়তে সুনির্দিষ্ট কিছু মহিলাকে বিবাহ করা যাবেনা মর্মে সুস্পষ্ট ঘোষণা দিয়েছে। ওই নিষিদ্ধ তালিকায় চাচাত বোন নেই।
তাই চাচাতো বোনকে বিবাহ করা বৈধ।
-আল কোরআনুল কারীম সুরা আহযাব আয়াত নং-৫০,সুরা আন নিসা ২৪,তাফসীরে ইবনে কাসীর ২/২৮৬,বাদায়েয়ুস সানায়ে ৩/৪০৯,ফাতওয়অয়ে মাহমুদিয়া ১১/২৬১,আপকে মাসায়েল আওর উনকা হল ৬/১৭২,
উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments