প্রশ্ন:- চাদ দেখা কমিটির চেয়ারম্যান পদে কোন বিদআতিকে বসানো যাবে কি না?

উত্তর :- দীনি বিষয়ে দায়িত্বের ক্ষেত্রে দীনদার ব্যক্তিকে নিযুক্ত করাই অধিক যুক্তিযুক্ত। এতে বিষয়গুলো সঠিক ও সন্দেহমুক্তভাবে হওয়ার প্রবল আশংকা থাকে।

তাই প্রশ্নে বর্ণিত সুরতে চাদ দেখার কমিটির চেয়ারম্যান দীনদার হওয়াই বাঞ্ছনীয়। তবে, যদি সরকারিভাবে নিযুক্ত হয়েই যায়। তাহলে তার প্রদত্ত সিদ্ধান্ত সঠিক হলে গ্রহণ করতে কোন সমস্যা নাই।

 

আল হিদায়া – ৩/১৩২; ফাতাওয়া হাক্কানিয়া – ৫/৩৬২।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *