উত্তর: শরীয়তের নীতিমালা অনুযায়ী শরয়ী কাজীর নিকট কোন ব্যক্তি চোর হিসেবে প্রমাণিত হলে এবং চুরিকৃত সম্পদ নিসাব পরিমাণ হলে তার হাত কাটা আবশ্যক। সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যক্তি যদি কাজীর নিকট চোর হিসেবে প্রমাণিত হয় এবং তার চুরিকৃত সম্পদ নিসাব পরিমাণ তথা দশ দিরহাম বা তার থেকে বেশি হয় তাহলে শরয়ী কাজী তার হাত কাটবে এবং চুরিকৃত সম্পদ মালিকের নিকট পৌঁছে দেবে।
বাহরুর রায়েক ৫/৮৫, মুলতাকিল আনহার ৩/৩৯৯
Leave Your Comments