প্রশ্ন:- ছেলে-মেয়েকে পিতা যদি ত্যাজ্য ঘোষণা করে, তাহলে উক্ত ছেলে-মেয়ে পিতার মিরাস পাবে কি না?

উত্তর:- শরয়ী নীতিমালা অনুযায়ী সন্তানকে সন্তানকে ত্যাজ্য করার দ্বারা পিতার সম্পদ থেকে সন্তান বঞ্চিত হয় না।

সুতরাং প্রশ্নেবর্ণিত  সূরতে ছেলে-মেয়েকে ত্যাজ্য করলেও পিতার মিরাস থেকে বঞ্চিত হবে না, বরং মিরাস পাবে।

– খুলাসাতুল ফাতাওয়া- ৪/৪০০, মুনইয়াতুর রাজি- ৮.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *