প্রশ্ন:- জনৈক দোকানদার লোন নিয়ে ব্যবসা করে। যখন ঐ লোনদাতা পণ্য ক্রয় করতে আসে তার থেকে পণ্যের দাম ডিসকাউন্ট করে। তবে লোন পরিশোধ পুরো টাকাই করে। এখন জানার বিষয় হলো এ ধরণের লেন-দেন সুদ হবে কি না?

উত্তর :- ঋণের বিপরীতে শর্ত করে অতিরিক্ত দেয়া-নেয়া সুদের অন্তর্ভূক্ত হওয়ায় তার হারাম। আর শর্তমুক্তভাবে হাদিয়া দেয়া-নেয়া বৈধ। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে লোন দাতাকে প্রদত্ত ডিসকাউন্ট পূর্ব শর্তযুক্ত ও ঋণের সাথে সম্পৃক্ত না হলে বৈধ। অন্যথায় হারাম।

 

সহিহ বুখারী- ১/৩২২; রদ্দুল মুহতার – ৫/১৬৬; ফাতাওয়া মাহমুদিয়া – ১৬/৪১৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *