প্রশ্ন: জনৈক ব্যক্তি এক মহিলাকে বিবাহ করেছে বলে দাবী তুলল। মহিলা উপায় না দেখে তাড়াতাড়ি সন্ধি করল: তুমি দাবী বন্ধ কর। এধরণের সন্ধি করা বৈধ কি না?

উত্তর: প্রশ্নেবর্ণিত সূরতে সন্ধি করা বৈধ হবে। দাবীদার সত্যবাদী হলে টাকা গ্রহণ বৈধ হবে। অন্যথায বৈধ হবে না।

-আদদুররুল মুখতার- ৮/৪৬৬, রদদুল মুহতার-৮/৪৬৬, আল বাহরুর রায়েক-৭/৪৩৮.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *