প্রশ্ন:-জনৈক ব্যক্তি এক মহিলাকে বিবাহ করেছে বলে দাবী তুললো। মহিলা উপায় না দেখে তাড়াতাড়ি সন্ধি করর। তুমি দাবী বন্ধ কর। এ ধরনের সন্ধি করা বৈধ কিনা?

উত্তর:-প্রশ্নেবর্নিত সুরতে সন্ধি করা বৈধ হবে। দাবীদার সত্যবাদী হলে টাকা গ্রহণ বৈধ হবে। অন্যথায় বৈধ হবেনা।

– আদ্দুররুল মুখতার ৮/৪৬৬,রদ্দুল মুহতার ৮/৪৬৬,বাহরুর রায়েক ৭/৪৩৮,ফাতওয়ায়ে সিরাজিয়া পৃ:-১৩১,হিদায়া – ৮/৪৩৮.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *