প্রশ্ন:- জনৈক ব্যক্তি একটি আস্ত গরু কুরবানি করায় তার স্ত্রী তার অজান্তে কিছু গোশত বিক্রি করে দেয়। জানার বিষয় হলো এখন তার কোরবানির হুকুম কি ?

উত্তর :- কুরবানির কোন অংশ বিক্রি করা বৈধ নয়। একান্ত বিক্রি করে ফেললে প্রাপ্ত টাকা সদকা করে দিবে।

 

হাশিয়া ইবনে আবেদীন – ৯/৫৪৩; ফাতাওয়া হিন্দিয়া – ৫/৩৪৭; আল বাহরুর রায়েক – ৮/১৩১; ফাতাওয়া কাজিখান – ৩/২৪৯।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *