প্রশ্ন:- জনৈক ব্যক্তি তার বৌকে তালাক দিতে চায়। গ্রামের মাতব্বররা তাকে বলল, তালাক দিতে চাইলে তোমার বউকে 40 হাজার টাকা দিতে হবে। যাতে করে সে তার নতুন স্বামীকে যৌতুক দিতে পারে। না হয় কোন ভাল কাজে লাগানো যেতে পারে। ঐ মহিলার নতুন স্বামী যৌতুক ছাড়াই বিয়ে করেছে। জানার বিষয় হলো এখন ঐ টাকা কি কোন ভাল কাজে লাগানো যাবে?

উত্তর :- শরয়ী গ্রহণযোগ্য কারণ ছাড়া কাউকে আর্থিক দণ্ড দেয়া বৈধ নয়।

আর গ্রহণযোগ্য কারণবশত স্ত্রীকে তালাক দেয়া স্বামীর বৈধ অধিকার। তাই কাউকে তালাক দেয়া বা না দেয়ার উপর ভিত্তি করে আর্থিক জরিমানা করা বা অন্য কোন শাস্তি দেয়া জায়েয নেই।

উক্ত জরিমানার টাকা কোন ভাল কাজে ব্যবহার করা জায়েয হবে না। বরং তা তার মালিকের কাছে পৌছিয়ে দিতে হবে।

 

রদ্দুল মুহতার – ৪/৬১; আল বাহরুর রায়েক – ৫/৬৮; কিফায়াতুল মুফতি – ৯/১৮৮।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *