প্রশ্ন:- জনৈক ব্যক্তি যবেহ করার সময় বিসমিল্লাহ-কে ‘হা’ ছাড়া বলেছে। এমতাবস্থায় তার কোরবানির হুকুম কি ?

উত্তর :- যবেহ হালাল হওয়া ও যবেহকৃত প্রাণী হালাল হওয়ার জন্য শর্ত হলো আল্লাহর নাম বলা। তাই যবেহ করার আল্লাহর নাম নেয়ার জন্য বিসমিল্লাহ বলে থাকলে শেষের -হা উচ্চারণ না  হলেও তার কোরবানি হালাল হবে ও উক্ত পশুর গোশত খাওয়া বৈধ হবে।

 

রদ্দুল মুহতার – ৬/৩০১; ফাতাওয়া হিন্দিয়া – ৫/৩৩২; ফাতাওয়া তাতার খানিয়া – ১৭/৩৯৯; ফাতাওয়া কাজিখান – ৩/২৬০।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *