প্রশ্ন:- জনৈক ব্যক্তি রোযাবস্থায় মুখ ভরে বমি করে। ফলে অত্যন্ত দূর্বল হয়ে পড়ে। জানার বিষয় হলো রোযাবস্থায় যদি অনিচ্ছাকৃতভাবে মুখভরে বমি হয় তাহলে তার হুকুম কি?

উত্তর :- শরীয়তের বিধান হলো, বমি করার দ্বারা রোযা ভঙ্গ হয় না। সুতরাং কোন ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে বমি করে চাই তা মুখ ভরে হোক বা না হোক। তার রোযা ভাঙবে না।

তবে, বমি আটকাতে গিয়ে যদি বমির কিছু অংশ গিলে ফেলে। তাহলে সকল ইমামের ঐক্যমতে তার রোযা ভেঙ্গে যাবে।

 

ফাতাওয়া শামি – ৩/৪১৪; ফাতাওয়া তাতার খানিয়া – ৩/৩৭৫; ফাতাওয়া হাক্কানিয়া – ৪/১৬৪।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *