উত্তর :- নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি কুরবানির দিনগুলো শেষ হওয়ার পূর্বেই মারা যায় তাহলে তার উপর থেকে কুরবানি রহিত হয়ে যাবে। কারণ আমলের ক্ষেত্রে শেষ মুহুর্তের ধর্তব্য।
হাশিয়ায়ে ইবনে আবেদীন – ৯/৫২১; ফাতাওয়া কাজিখান – ৩/২৪৮; ফাতাওয়া হিন্দিয়া – ৫/৩৩৯; মাসায়েলে রাফাআত কাসেমী – ৫/৮৬।
Leave Your Comments