উত্তর :- মহিলাদের হজ ফরজ হওয়া এবং তা আদায় ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো সফরসঙ্গী হিসেবে তার সাথে তার স্বামী বা দীনদার মাহরাম থাকা। যদি এমন কেউ না থাকে তাহলে শর্ত না পাওয়া যাওয়ার কারণে হজ ফরয হবে না।
তাই উক্ত মহিলার সাথে মাহরাম পুরুষের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তার উপর হজ-ই ফরয হবে না। আর যদি শেষ পর্যন্ত মাহরাম কাউকে না-ই পায় তাহলে বদলী হজ আদায়ের অসিয়ত করে যাবে।
রদ্দুল মুহতার – ২/৪৬৪; বাদায়েউস সানায়ে’ ৩/৪৯; কিতাবুল ফাতাওয়া – ২/৩৪;
Leave Your Comments