উত্তর :- হাদিস শরীফে ইরশাদ হয়েছে যে ব্যক্তি কোরবানি করবে সে যেন ঈদের চাদ ওঠার পর হতে চুল, গোফ, ও নখ ইত্যাদি না কাটে। তাই বিধানটা কেবল কুরবানি দাতার জন্য।
তবে অন্যরাও যদি এ আমলটা করে তবে তারাও সওয়াব পাবে বলে আশা করা যায়।
আল ফিকহুল ইসলামি – ২/৫৯৮; তাকমিলায়ে ফাতুহল মুলহিম – ৩/২৩০; জামিউল ফাতাওয়া – ৮/১৪৩।
Leave Your Comments