উত্তর:- কোন কাজে লাভ-ক্ষতি বা ভাল-মন্দ উভয়টার সম্ভাবনা থাকলে তা না করাই উত্তম।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে টেলিভিশনের ব্যবহার ভালো কাজের সুযোগ থাকলেও তার অধিক ব্যবহার মন্দভাবেই হয়ে থাকে। তাই টেলিভিশনের ব্যবসা বা তা মেরামত করা নামান্তরে গুনাহের কাজে সহযোগীতা করার মত। আর গুনাহের কাজে অর্জিত অর্থ হারাম। কেউ এ কাজে যুুক্ত থাকলে দ্রুত তা হতে তওবা করা উচিত।
তারভীরুল আবসার – ৬/৫৫। ফাতাওয়ায়ে বাযযাযিয়া- ২/২৩। কিতাবুল ফাতাওয়া- ৩/২৫৮।
Leave Your Comments